সঠিক উত্তর হচ্ছে: সত্যেন সেন
ব্যাখ্যা: সত্যেন সেন হলেন প্রগতি লেখক ও শিল্পী সংঘ উদীচী সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা, ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী, সাহিত্যিক এবং শ্রমিক-সংগঠক। তাঁর রচিত উপন্যাস- ভোরের বিহঙ্গী, রুদ্ধদ্বার মুক্ত প্রাণ, অভিশপ্ত নগরী, পাপের সন্তান, সেয়ান, পদচিহ্ন, পুরুষমেধ, আলবেরুনী, সাত নম্বর ওয়ার্ড, বিদ্রোহী কৈর্বত, কুমারজীব, অপারেজয়, মা, উত্তরণ, একুল ভাঙ্গে ওকুল গড়ে ইত্যাদি।