সঠিক উত্তর হচ্ছে: কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর তার \"বসন্ত\" গীতিনাট্যটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। পবিত্র গঙ্গোপাধ্যায়ের মাধ্যমে আলীপুর সেন্ট্রাল জেলে নজরুল এ সংবাদ পাওয়ার সাথে সাথে লেখেন বিখ্যাত কবিতা \"আজ সৃষ্টি সুখের উল্লাসে\"।\n[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]