সঠিক উত্তর হচ্ছে: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: টিকিয়া থাকা চরম সার্থকতা নয়, এবং অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে।\n অংশটুকু বাংলা সাহিত্যের নন্দিত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বিলাসী’ নামক ছোটগল্প থেকে সংকলিত হয়েছে।লেখক তৎকালীন ঘুণেধরা সনাতন হিন্দুসমাজের প্রতি তীব্র কটাক্ষ প্রকাশ করতে গিয়ে আলোচ্য উক্তির অবতারণা করেছেন।