সঠিক উত্তর হচ্ছে: কৃতীত্ব
ব্যাখ্যা: কোনো শব্দের শেষে যদি ঈ-কার থাকে, সেই শব্দের সঙ্গে জগৎ, বাচক, বিদ্যা, সভা, ত্ব, তা, নী, ণী, পরিষদ, তত্ত্ব ইত্যাদি যুক্ত হয়ে যদি নতুন শব্দ গঠন করে, তবে পূর্ববর্তী শব্দের ঈ-কার নবগঠিত শব্দে সাধারণত ই-কারে পরিণত হয়। যেমন-- প্রাণী + বিদ্যা = প্রাণিবিদ্যা,-প্রাণী + বাচক = প্রাণিবাচক,মন্ত্রী + পরিষদ = মন্ত্রিপরিষদ, মন্ত্রী + সভা = মন্ত্রিসভা,কৃতী + ত্ব = কৃতিত্ব, প্রতিদ্বন্দ্বী + তা = প্রতিদ্বন্দ্বিতা,অধিকারী + ণী = অধিকারিণী ইত্যাদি। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]