সঠিক উত্তর হচ্ছে: বলাকা
ব্যাখ্যা: বলাকা হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি ১৯১৬ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ছিলেন গতির উপাসক। কবি-মনের এই গতির সুর \"বালাকা\" কাব্যে সুস্পষ্ট।[১] সৃষ্টির গতিতত্ত্ব, বিশ্বজগতের মধ্যে চিরন্তন বেগের রহস্য এই কাব্যে পরিলক্ষিত হয়। এতে উপনিষদের চরৈবেতির আদর্শও লক্ষণীয়।[২] এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলি হল \"সবুজের অভিযান\", \"শঙ্খ\", \"ছবি\", \"শা-জাহান\", \"বলাকা\" ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ড. দুলাল চক্রবর্তী]