সঠিক উত্তর হচ্ছে: ৪০
ব্যাখ্যা: ধরি, পুত্রের বর্তমান বয়স ক বছর ও পিতার বর্তমান বয়স ৪ক বছর।
\n\n৫ বছর পর পত্র ও পিতার বয়স যথাক্রমে (ক + ৫) বছর ও (৪ক + ৫) বছর।
\n\nপ্রশ্নমতে, ক + ৫ + ৪ক + ৫ = ৬০
\n\nবা, ৫ক + ১০ = ৬০
\n\nবা, ৫ক = ৬০ - ১০
\n\nবা, ক = ৫০/৫ = ১০ বছর
\n\nসুতরাং, পিতার বর্তমান বয়স = ৪ x ১০ = ৪০ বছর।