সঠিক উত্তর হচ্ছে: ৫ বার
ব্যাখ্যা: মন্ট্রিয়ল চুক্তি বা মন্ট্রিয়ল প্রটোকল মন্ট্রিল প্রটোকল হচ্ছে ওজোন স্তর রক্ষা করার জন্যে একটি আন্তর্জাতিক চুক্তি।\n\nওজোন স্তরকে রক্ষা করার জন্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর সাক্ষরিত হয় মন্ট্রিল চুক্তি, এবং ১৯৮৯ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হয়।\n\nএ পর্যন্ত মন্ট্রিয়ল চুক্তি ৫ বার সংশোধন হয়। সর্বশেষ ২০১৬ সালে এটি সংশোধিত হয়।