সঠিক উত্তর হচ্ছে: ৪টি
ব্যাখ্যা: ২০০০ সালে বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত এক সমীক্ষায় বলা হয় সুষ্ঠু গভর্নেন্স বা সুশাসন – ৪টি প্রধান স্তরের উপর নির্ভরশীল।যথা – ক) দায়িত্বশীলতা খ) স্বচ্ছতা গ) আইনি কাঠামো ও ঘ) অংশগ্রহণ। (তথ্যসূত্র- পৌরনীতি ও সুশাসন ১মপত্র- একাদশ ও দ্বাদশ শ্রেণি)