সঠিক উত্তর হচ্ছে: সঞ্চিতা
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন সঞ্চিতা। এ গ্রন্থটি তিনি রবীন্দ্রনাথকে উপসর্গ করেন। এ কাব্য সংকলনে ৭৮ টি কবিতা ও সংকলিত হয়েছে। অন্যদিকে তার রচিত বিষের বাঁশী, ব্যথার দান ও রাজবন্দীর জবানবন্দী যথাক্রমে কাব্য, গল্পগ্রন্থ ও প্রবন্ধ।\n\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড.সৌমিত্র শেখর]