সঠিক উত্তর হচ্ছে: ঠাকুর বাড়ির আঙিনায়
ব্যাখ্যা: পল্লীকবি জসীমউদদীন রচিত স্মৃতিকথামূলক গ্রন্থঃ \'ঠাকুর বাড়ির আঙিনায়\', \'যাদের দেখেছি\'। চলে মুসাফির তাঁর রচিত ভ্রমণকাহিনী। \'জীবনস্মৃতি\' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আত্নজীবনীমূলক প্রবন্ধ। \'কালের ধূলোয় লেখা\' শামসুর রহমান রচিত স্মৃতিকথা। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা লেখকঃ সৌমিত্র শেখর ]