সঠিক উত্তর হচ্ছে: WIPO
ব্যাখ্যা: সাধারণত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ‘বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা (WIPO) ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি দেয়। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য ১১টি । যথা— জামদানি শাড়ী, বাংলাদেশ ইলিশ, চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম, বিজয়পুরের সাদা মাটি, দিনাজপুর কাটারীভোগ, বাংলাদেশ কালিজিরা, রংপুরের শতরঞ্জি, রাজশাহী সিল্ক, ঢাকাই মসলিন, রাজশাহীর ফজলী আম এবং বাংলাদেশের বাগদা চিংড়ি।