সঠিক উত্তর হচ্ছে: সন্ধি ও সমাস
ব্যাখ্যা: সন্ধি ও সমাস নতুন শব্দ গঠন করে। যেমন:
\n\nসন্ধি : হিম ও আলয় দুইটা আলাদা শব্দ। যদি সন্ধির মাধ্যমে দুইটিকে একত্রিত করা যায়, তাহলে নতুন শব্দ হয় এবং উচ্চারণে সুবিধা হয়। যেমন:
\n\nহিম + আলয় = হিমালয়
\n\nসমাস: সমাস এর মাধ্যমে একাধিক শব্দ একসাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। যেমন:
\n\nদোয়াত ও কলম = দোয়াত - কলম