সঠিক উত্তর হচ্ছে: অন্তর্হতি
ব্যাখ্যা: অন্তর্হতি ও হ-কার লোপ_______________
\nঅন্তর্হতি
\nপদের মধ্য থেকে কোন ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি। যেমন : \n? ফলাহার ˃ ফলার (‘হ’ ব্যঞ্জনধ্বনি লোপ পেল) [পিকেএসএফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ১৪]
\n? ফাল্গুন ˃ ফাগুন (‘ল’ ব্যঞ্জনধ্বনি লোপ পেল) \n______________________________
\nহ-কার লোপ
\nপদের মধ্য থেকে শুধু ‘হ’-কার হারিয়ে গেলে তাকে ‘হ’-কার লোপ বলে। যেমন :
\n? গাহিল ˃ গাইল (‘হ’ ব্যঞ্জনধ্বনি হারিয়ে গেল)\n_____________________________
\nঅন্তর্হতি ও ‘হ’-কার লোপ পাওয়ার ক্ষেত্রে ‘হ’ ধ্বনি লোপ পাওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে \n? পদের মধ্য থেকে শুধু ‘হ’ ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে ‘হ’-কার লোপ বলে। যেমন : আলাহিদা ˃ আলাইদা।
\n? স্বরধ্বনিসহ ‘হ’ লোপ পেলে তাকে বলে অন্তর্হতি। যেমন : আলাহিদা ˃ আলাদা