নিচের অপশন গুলা দেখুন
- গণতন্ত্র
- সুশীল সমাজ
- সুশাসন
- জনমত
যে কোন রাষ্ট্রের উন্নয়ন আর অগ্রযাত্রার মূল চাবিকাঠি সুশাসন। সুশাসন নিশ্চিত না হলে কোন রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র হতে পারে না।
সুশাসন বলতে সাধারণত কিছুনিয়মনীতিকে বুঝায় যেগুলো সরকারি সংগঠনসমূহের আচার আচরণ নিয়ন্ত্রণ করে, সুশাসন দুর্নীতি কমাতে সাহায্য করে। সমাজের বর্তমান এবং ভবিষ্যত চাহিদা পূরণের দায়বদ্ধতা শাসন ব্যবস্থার উপরই বর্তায়।
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (২ম-পত্র) বই (উন্মুক্ত)।