সঠিক উত্তর হচ্ছে: ভ্রান্তিবিলাস
ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তিবিলাস গ্রন্থটি অনুবাদ করেন। ভ্রান্তিবিলাস রচিত হয় ১৮৬৯ সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম রচনা বেতাল পঞ্চবিংশতির ২২ বছর পর রচিত হয়। তিনি শুধু সাহিত্যের জন্য সাহিত্য রচনা করেন নি, তার প্রায় সমস্ত রচনাই শিক্ষা এবং সমাজ রুপান্তরের লক্ষে রচিত। তার ভ্রান্তিবিলাস বিশ্বখ্যাত নাট্যকার শেক্সপিয়রের \" কমেডি অফ ইররস \"অবলম্বনে রচিত।