সঠিক উত্তর হচ্ছে: ভলটেয়ার
ব্যাখ্যা: ফ্রঁসোয়া-মারি আরুয়ে যিনি ছদ্মনাম ভলতেয়ার (Voltaire) নামেই বেশি পরিচিত, ফরাসি আলোকময় যুগের একজন লেখক, প্রাবন্ধিক ও দার্শনিক। তার বাকচাতুর্য (wit) ও দার্শনিক ছলাকলা (philosophical sport) সুবিদিত। উল্লেখিত বাকি সকলেই গ্রীসের দার্শনিক।