সঠিক উত্তর হচ্ছে: মুনিদত্ত
ব্যাখ্যা: চর্যাপদের তালপাতার পুথিতে লেখা রয়েছে পূর্ব-ভারতের হাজার বছর আগের জীবনযাত্রা, গানের ছলে। এটি মূলত তান্ত্রিক-বৌদ্ধমতের গানের সংকলন। আবিষ্কারের পর চর্যাপদ হয়ে ওঠে বাংলাসহ পূর্ব-ভারতের অন্যান্য অঞ্চলের পণ্ডিতদের আরাধ্য ও সাধনগ্রন্থ।মুনিদত্ত নামে একজন ভাষ্যকার সেই সময়ের রীতিতে ১০০ চর্যা থেকে বাছাই করে অর্ধেকের টীকা তৈরি করেছিলেন।\n\n