সঠিক উত্তর হচ্ছে: দিনাজপুর
ব্যাখ্যা: রুটির ঝুড়ি-- যে অঞ্চলের জমি অপেক্ষাকৃত বেশি উর্বর,ফলনের অনুকূল আবহাওয়া বিদ্যমান,গমসহ অন্যন্য ফসলের ভালো ফলন হয় সে অঞ্চলকে রুটির ঝুড়ি বলা হয়। ... গম উৎপাদনে একেক বছর একেক জেলা শীর্ষে থাকলেও তাদের রুটির ঝুড়ি বলা হয় না,সার্বিকভাবে গমসহ অন্যন্য ফসলের ভালো ফলন হওয়ায় দিনাজপুরকেই বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয়।