সঠিক উত্তর হচ্ছে: আলালের ঘরের দুলাল
ব্যাখ্যা: আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস।প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর (১৮১৪-১৮৮৩) ১৮৫৮ সালে এটি রচনা করেন।কলকাতার সমকালীন সমাজ এর প্রধান বিষয়বস্তু।দুর্গেশনন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস।হুতোম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ রচিত আধুনিক বাংলা সাহিত্যের গোড়াপত্তনকালীন পর্যায়ে রচিত একটি গদ্য উপাখ্যান।এছাড়া,পথের দাবী বিংশ শতাব্দীর প্রথমভাগের অন্যতম বাঙ্গালী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক বিরচিত একটি জনপ্রিয় উপন্যাস।সূত্রঃ
https://bn.wikipedia.org/wiki/আলালের_ঘরের_দুলাল