সঠিক উত্তর হচ্ছে: ১২০০-১৮০০ খ্রীস্টাব্দ
ব্যাখ্যা: ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যের মধ্যযুগ হিসেবে ধরা হয়। এ যুগ ছিল ধর্মকেন্দ্রিক। অর্থাৎ ধর্মীয় আবেশে মধ্যযুগে সাহিত্য রচিত হত। এ যুগের সাহিত্যে মূলত দেব-দেবীর প্রাধান্য পরিলক্ষিত হয়েছে। এছাড়া সাহিত্য ছিল প্রধানত পদ্য ও গীতি নির্ভর। গদ্য সাহিত্য তখনও প্রসার লাভ করে নি এবং পরিচিতি পায় নি। উল্লেখযোগ্য কোন সাহিত্য রচিত না হওয়ায় মধ্যযুগের ১২০১-১৩৫০ সাল পর্যন্ত সময়কে অনেক পন্ডিত অন্ধকার যুগ হিসেবে চিহ্নিত করেছেন। \n[তথ্যসূত্রঃ লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ]