সঠিক উত্তর হচ্ছে: ওয়ানগালা
ব্যাখ্যা: গারো জনগোষ্ঠীর প্রধান উৎসব হলো - ওয়ানগালা। এটি তাদের প্রধান সামাজিক ও কৃষিকেন্দ্রিক উৎসব।
অন্যদিকে,
\"সোহরাই\" হলো সাঁওতালদের প্রধান উসব।
\"সাংসারেক\" গারোদের আদি ধর্মের নাম।
\"বৈসাবি\" হলো পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের সম্মিলিত বর্ষবরণ উৎসব।
(সূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী)