সঠিক উত্তর হচ্ছে: বিরোধ
ব্যাখ্যা: পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে তাদেরকেই যোজক বলে। \nবিরোধ যোজক বাক্যের দুটি অংশের সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সাথে বিরোধ তৈরি করে। এত পড়লাম, কিন্তু লিখতে পারলাম না- বাক্যটি বিরোধ যোজকের উদাহরণ [সূত্রঃবাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতিঃ নবম-দশম শ্রেণি (২০২০ সংস্করণ)]