সঠিক উত্তর হচ্ছে: ণিচ্ + অন্ত
ব্যাখ্যা: ব্যাঞ্জনধ্বনি + স্বরধ্বনি\n\nক্, চ্, ট্, ত্, প্ এর পরে স্বরসন্ধি থাকলে সেগুলো যথাক্রমে গ্, জ্, ড্, দ্, ব্ হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়। যেমন: দিক্ + অন্ত = দিগন্ত (ক্ + অ = গ্), ণিচ্ + অন্ত = ণিজন্ত (চ্ + অ = জ) ইত্যাদি।