সঠিক উত্তর হচ্ছে: প্লীহায়
ব্যাখ্যা: লােহিত রক্তকণিকার আয়ুষ্কাল ১২০দিন। আয়ুষ্কাল শেষ হয়ে গেলে লােহিত রক্তকণিকা প্লীহায় ধ্বংসপ্রাপ্ত হয়। লােহিত রক্তকণিকার ‘হিম\' অংশ থেকে তৈরি হয় বিলিরুবিন। বিলিরুবিন একটি বর্জ্য পদার্থ যা পিত্তরসের মাধ্যমে শরীর হতে বের হয়ে যায়। রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়াকে জন্ডিস বলে।