সঠিক উত্তর হচ্ছে: বিশেষ্য
ব্যাখ্যা: \'লাজ\' শব্দটি বিশেষ্য পদ।\n\nবাক্যে ব্যবহৃত যেসব পদ দ্বারা কোন ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বুঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে। বিশেষ্য পদ ছয় প্রকার। \'লাজ\' শব্দটি বিশেষ্য পদ। কয়েকটি বিশেষ্য শব্দ হলো - ইচ্ছা, প্রাচুর্য, চালাকী, আঘাত, ইতিহাস, জীবন।