ব্যাখ্যা: জীবন যাপনের পদ্ধতিকে চর্যা বলে। \'চর্যা\' থেকে বর্তমানে \'চর্চা\' শব্দটির উৎপত্তি। \'পদ\' অর্থ চরণ বা পা। \'চর্যাপদ\' শব্দটির অর্থ দাঁড়ায়, জীবন যাপনের পদ্ধতি বা আচরণ যে কবিতায় বা চরণে লিখিত থাকে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।