সঠিক উত্তর হচ্ছে: করোটি
ব্যাখ্যা: ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বাগযন্ত্র বলে। যেমন- কণ্ঠনালী, মুখবিবর, জিহ্বা, তালু, দাঁত, মাড়ি, চোয়াল, ফুসফুস, গলবিল, নাক, ঠোঁট, শ্বাসনালী ইত্যাদি। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা]