সঠিক উত্তর হচ্ছে: টেকচাঁদ ঠাকুর
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের নয়টি ছদ্মনামঃ ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র ভাস্কর, আন্নাকলী পাকড়াশী, দিকশূন্য ভট্টাচার্য, নবীনকিশোর শর্মণঃ, ষষ্ঠীচরণ দেবশর্মাঃ, বাণীবিনোদ বিদ্যাবিনোদ, শ্রীমতী কনিষ্ঠা, ও শ্রীমতী মধ্যমা। অন্যদিকে, টেকচাঁদ ঠাকুর হচ্ছে প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম। সূত্রঃ বাংলাভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।