সঠিক উত্তর হচ্ছে: নবাব স্যার সলিমুল্লাহ
ব্যাখ্যা: ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর চারটি দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। যুক্তফ্রন্টের মূল লক্ষ্য ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। দল চারটি যথাক্রমে-\r\n\r\nআওয়ামী মুসলিম লীগ \r\n? আবদুল হামিদ খান ভাসানী (সভাপতি)\r\n? হোসেন শহীদ সোহরাওয়ার্দী \r\n? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান \r\n\r\nকৃষক শ্রমিক পার্টি \r\n? শেরে বাংলা এ. কে. ফজলুল হক (সভাপতি)\r\n\r\nনেজাম-ই-ইসলাম \r\n? মাওলানা আতাহার আলী (সভাপতি)\r\n\r\nগণতন্ত্রী দল \r\n? হাজী মোহাম্মদ দানেশ (সভাপতি)