সঠিক উত্তর হচ্ছে: দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা: বাংলা নাটকে সার্থক দ্বন্দ্বমূলক চরিত্র সৃষ্টিতে প্রথম কৃতিত্ব দেখিয়েছেন দ্বিজেন্দ্রলাল রায় যিনি ডি. এল রায় নামে সমধিক পরিচিত। তার লেখা উল্লেখযোগ্য নাটকঃ সাজাহান, প্রতাপসিংহ, দুর্গাদাস, মেবার পতন, নূরজাহান, চন্দ্রগুপ্ত ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।