সঠিক উত্তর হচ্ছে: ২১:১৬
ব্যাখ্যা: একটি পেন্সিলের ক্রয়মূল্য ৩ক\nএবং একটি কলমের ক্রয়মূল্য অনুপাত ৭ক।\n\nআবার, একটি পেন্সিলের বিক্রয়মূল্য খ\nএকটি কলমের বিক্রয়মূল্য ৪খ\n\nপণ্য দুটি বিক্রয় করে লোকসানের পরিমাণ সমান হলে,\n৩ক-খ=৭ক-৪খ\nবা, ৪ক=৩খ\nবা, ক/খ=৩/৪\nবা, ক = ৩খ/৪\n\nকলমের ক্রয়মূল্য ও বিক্র্যমূল্যের অনুপাত\n= ৭কঃ ৪খ\n=৭ক/৪খ\n= (৭*৩খ)/(৪*৪খ)\n= ২১ঃ১৬