নিচের অপশন গুলা দেখুন
- প্রাদি
- দ্বিগু
- নিত্য
- সুপসুপা
যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য অবস্থায় থাকে, ব্যাসবাক্যের প্রয়োজন হয় না। তাকে নিত্য সমাস বলে।
কালান্তর = অন্য কাল।
- সাধারণত অন্তর যুক্ত শব্দগুলো নিত্য সমাসের উদাহরণ।
- যেমন : কালান্তর, দেশান্তর, গ্রামান্তর, বাক্যান্তর ইত্যাদি।
উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং নবম-দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি’ (নতুন)