সঠিক উত্তর হচ্ছে: প্রবাসী
ব্যাখ্যা: \'শেষের কবিতা\' রবীন্দ্রনাথের একটি জনপ্রিয় উপন্যাস।
- ১৯২৯ সালে এটি \'প্রবাসী\' পত্রিকায় প্রকাশিত হয়।
- উপন্যাসটি \'প্রকাশিত হয় ১৯২৮ সালে।
- চরিত্র - অমিত, লাবণ্য, শোভনলাল ইত্যাদি।
- এ উপন্যাসের প্রবাদ-
\" ফ্যাশন টা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী\"
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।