সঠিক উত্তর হচ্ছে: গোলান মালভূমি
ব্যাখ্যা: গোলান মালভূমি ১১৫০ কিলোমিটার আয়তনের একটি মালভূমি যা গোলান পর্বতমালার অংশ। ইসরাইলের উত্তর প্রান্তে অবস্থিত সিরিয়ার এই অঞ্চলটি ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল দখল করে নিয়েছিল। এ অঞ্চলের জনসংখ্যা প্রায় ৩০,০০০; যার মধ্যে প্রায় অর্ধেকই হলো ১১টি ইসরাইলী অধিকৃত বসতির ইহুদী।\n[তথ্যসূত্রঃ বিশ্বকোষ ]