সঠিক উত্তর হচ্ছে: মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী মানদণ্ড
ব্যাখ্যা: মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। ন্যায়-অন্যায়, ভালো-মন্দ প্রভৃতি পার্থক্যকারী হলো মূল্যবোধ। এর মাধ্যমে মানবীয় উত্তম গুণাবলি স্পষ্টতা লাভ করে। (সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)