সঠিক উত্তর হচ্ছে: গান
ব্যাখ্যা: নেপালের রাজদরবার থেকে ১৯০৭ সালে চর্যাপদ আবিষ্কৃত হয় এবং ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বই আকারে প্রকাশিত হয়। চর্যাপদের পদগুলো মূলত গানের সংকলন। চর্যাপদে মোট ২৩ জন, মতান্তরে ২৪ জন পদকর্তা রয়েছে। চর্যাপদের প্রথম পদটি রচনা করেন লুইপা এবং সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা (১৩টি)। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]