সঠিক উত্তর হচ্ছে: অন্ধজনে দেহ আলো
ব্যাখ্যা: সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী, যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। একে নিমিত্ত কারক-ও বলা হয়।\n সম্প্রদানে সপ্তমী বা এ বিভক্তিঃ\nসৎপাত্রে কন্যা দাও। সমিতিতে চাঁদা দাও। \'অন্ধজনে দেহ আলো।\' দীনে দয়া করো। অন্নহীনে অন্ন দাও। সর্বভূতে দান করো। গৃহহীনে গৃহ দাও। জীবে দয়া করে সাধুজন। বস্ত্রহীনে বস্ত্র দাও।