সঠিক উত্তর হচ্ছে: কোনটিই নয়
ব্যাখ্যা: ভূগোলের শাখা ২ টি। যথাঃ\n- প্রাকৃতিক ভুগোল প্রাকৃতিক বিজ্ঞানের সেই শাখা যেটি প্রাকৃতিক পরিবেশের মূল অংশগুলো, যেমন: বায়ুমন্ডল, বারিমন্ডল, জীবমন্ডল, ভূমন্ডলের গঠন ও প্রকৃতি, জলবায়ু ইত্যাদি নিয়ে আলোচনা করে।\n- ভূগোলের যে শাখা পৃথিবীতে বসবাসরত বিভিন্ন মানবসম্প্রদায় ও তাদের জীবন যাপনের ধরন ব্যাখা করে তাকে মানব ভূগোল বলে। যেমনঃ অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, আঞ্চলিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, দুর্যোগ ব্যাবস্থাপনা ইত্যাদি। \nতথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ - ৯ম ১০ম শ্রেনী