সঠিক উত্তর হচ্ছে: মিজোরামের লুসাই পাহাড়
ব্যাখ্যা: মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে প্রায় ২৭৪ কি.মি. দীর্ঘ কর্ণফুলী নদী রাঙামাটি ও চট্টগ্রাম অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। হালদা, বোয়ালখালী, কাসালং ; কর্ণফুলীর প্রধান উপনদী। [তথ্যসূত্রঃ উচ্চ মাধ্যমিক ভূগোল (প্রথম পত্র)]