সঠিক উত্তর হচ্ছে: ইসালা রুয়ান উরেকুন
ব্যাখ্যা: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের বর্তমান মহাসচিব শ্রীলংকার ইসালা রুয়ান উরেকুন। তিনি সার্কের ১৪তম মহাসচিব হিসেবে ২০২০ সালের মার্চে আমজাদ বি. সিয়াল এর স্থলাভিষিক্ত হন। সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট। ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত। সার্কের সদস্য ৮টি। সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
(সূত্রঃ সার্ক ওয়েবসাইট)