সঠিক উত্তর হচ্ছে: সে ঘুমায়
ব্যাখ্যা: যে ক্রিয়ার কর্ম নেই, তা অকর্ম ক্রিয়া। যেমনঃ যে ঘুমায়, মেয়েটি হাসে। \nক্রিয়ার সাথে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্মপদ। যেমনঃ কী পড়ছে? উত্তরঃ বই পড়ছে। \nকী ঘুমায়? বা কী হাসে? প্রশ্ন করলে কোন উত্তর পাওয়া যায় না, তাই এটি অকর্মক ক্রিয়া