সঠিক উত্তর হচ্ছে: প্রজ্জলিত
ব্যাখ্যা: \'অগ্নি\'র সমার্থক শব্দ নয় \' প্রজ্বলিত\' । প্রজ্বলিত শব্দের সমার্থক শব্দ - উজ্জ্বল , আলোকিত, উদ্ভাসিত , ঝলমলে, দীপ্ত , দীপ্তিমান, প্রদীপ্ত, চকচকে , শোভামান। পক্ষান্তরে , \'অগ্নি\'র সমার্থক শব্দ -অনল , বহ্নি , হুতাশন , পাবক, বৈশ্বানর , আগুন, দহন, সর্বভূক , সর্বশুচি, বিভাবসু।