সঠিক উত্তর হচ্ছে: ১৮৫৭
ব্যাখ্যা: \"আলালের ঘরের দুলাল\" প্যারীচাদ মিত্র রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। এটি ১৮৫৭ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসের মূল চরিত্র ঠকচাচা। এছাড়া অন্যান্য চরিত্রগুলো হলঃধূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম ও তোষামদকারী বক্রেশ্বর। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]