সঠিক উত্তর হচ্ছে:
ব্যাখ্যা: ব্যাখ্যা: আমাদের দেহে প্রায় 70 টির বেশি সাচ্ছন্দে সঞ্চালনক্ষম বা সাইনোভিয়াল সন্ধি আছে । সাইনোভিয়াল সন্ধিতে দুটি তন্তুময় ঝিল্লি বা লিগামেন্ট দ্বারা সংযুক্ত থাকে । এ ধরনের সন্ধিতে সাইনোভিয়াল নামক এক প্রকার তৈলাক্ত রস থাকায় দুটি অস্থি সহজে নড়াচড়া করতে পারে।