সঠিক উত্তর হচ্ছে: সুশাসনের
ব্যাখ্যা: সুশাসন বলতে অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও জবাবদিহিতা সম্পন্ন শাসন ব্যবস্থাকে বুঝায়। ম্যাককরনী সুশাসনের সংজ্ঞায় বলেন, সুশাসন হচ্ছে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের ও শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বুঝায়। সমাজের বর্তমান ও ভবিষ্যত চাহিদা পূরণের দায়বদ্ধতা সুশাসনের।\nতথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী পৌরনীতি ও সুশাসন