সঠিক উত্তর হচ্ছে: ALU
ব্যাখ্যা: মাইক্রোপ্রসেসরের ALU ( Arithmetic Logic Unit ) অংশটি ডাটা প্রসেসিং এ ব্যবহৃত হয়। ALU কে কম্পিউটারের গণনা শাখা বলা হয়। মূলত কম্পিউটারের প্রসেসর নামে একটি বৈদ্যুতিক যন্ত্রাংশ থাকে, যার একটি অংশ ALU । Control Unit এর মাধ্যমে কম্পিউটারের পাত্র বিশেষকে Accumulator বলা হয়া ।