সঠিক উত্তর হচ্ছে: চারটি রেডক্রস কনভেনশন নামে
ব্যাখ্যা: যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সালের ১২ আগস্টের \'জেনেভা কনভেনশন\' - এ যুদ্ধাহত ও যুদ্ধবন্দিদের সাথে আচরণবিধির ওপর বিশ্বের ৫৮ টি দেশের মধ্যে ৪ টি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, ১৯৫৪ সালের ২০ জুলাই সুইজার ল্যান্ডের জেনেভা শহরে ফ্রান্স ও ভিয়েতনামের মধ্যে চলমান বিক্ষিপ্ত যুদ্ধ বন্ধে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা, জেনেভা চুক্তি\' নামে পরিচিত। বাংলাদেশ ১৩২ তম দশে হিসেবে জেনেভা কনভেননে নিবন্ধিত হয়।\n\n