সঠিক উত্তর হচ্ছে: ৬০%
ব্যাখ্যা: বাংলাদেশের নিম্নাঞ্চল পৃথিবীর অন্যতম ব্ররহত্তম নদীর মোহনায় হওয়ায় প্রাকৃতিক দুর্যোগ কবলিত হওয়ার প্রবনতা বেশি। ‘Headley Center for Climate Prediction and Research (HCCPR)’ - এর প্রাক্কলন অনুযায়ী বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২০৮০ সাল নাগাদ ৪০ সে.মি বৃদ্ধি পাবে। এখানকার ৬০% ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ৫ মিটার উপরে। উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।