সঠিক উত্তর হচ্ছে: মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যাখ্যা: যে বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ সমস্তপদে লোপ পায়, তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে। যেমন:\nগোঁফে খেজুর পড়ে থালেও খায় না যে = গোঁফ-খেজুরে\nহাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে= হাতেখড়ি\nগায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে = গায়ে হলুদ\nমেনির ন্যায় মুখ যার = মেনিমুখো\nজন্ম হয়েছে অষ্টমীর দিনে যার = জন্মাষ্টমী