সঠিক উত্তর হচ্ছে: ডুরান্ড লাইন
ব্যাখ্যা: আফগানিস্তানের সাথে সীমান্তটি পরিচিত ডুরান্ড রেখা নামে যার দৈর্ঘ্য ২,৬৭০ কিমি (১,৬৫৯.১ মা)। এই রেখার বিস্তার হিন্দুকুশ থেকে পামির পর্বতমালা পর্যন্ত। ওয়াখান করিডর নামে পরিচিত আফগানিস্তানের একটি সরু অংশ পাকিস্তান এবং তাজিকিস্তান এর মধ্যে বিস্তৃত।